বাড়ছে শুকনা মরিচের দাম

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৩

আকাশচুম্বী কাঁচা মরিচের দর কিছুটা কমতে না কমতেই এবার বাড়ছে শুকনা মরিচের দাম। প্রতিকেজি শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে। আমদানি কমে যাওয়ায় দাম বাড়ছে বলে  জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১৪ জুলাই) রাজধানী ঢাকার বিভিন্ন বাজারের প্রাপ্ত তথ্য  বলছে দাম বৃদ্ধির কথা। দাম বৃদ্ধিতে ভোক্তাদের বিপাকে পড়তে হচ্ছে। বিশেষ করে দাম বাড়ায় কাঁচা মরিচ বাদ দিয়ে যারা শুকনা মরিচ ব্যবহার করছিলেন।

বাজারের খুচরা মরিচ বিক্রেতারা বলছেন,   পাইকারি দরেই শুকনা মরিচের দাম ৪০০-৪২০ টাকা। এর সঙ্গে পরিবহন অন্যান্য আনুসাঙ্গিক খরচ আছে। সেগুলো ক্রয় মূল্যের সঙ্গে যোগ করলে প্রতিকেজির দাম দাঁড়ায় ৪৫০ টাকার ওপরে। ভারত থেকে মরিচ আসছে না। কোরবানির ঈদের আগে থেকেই দাম কিছুটা বাড়তি বলে জানান তারা।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর