মাঠে দর্শক টানতে বিনামূল্যে টিকিট দিচ্ছে ফিফা

রবি
১৪ জুলাই ২০২৩

নিউজিল্যান্ডে বসতে যাচ্ছে নারী ফুটবল বিশ্বকাপ। জুলাইয়ের ২০ তারিখে বসার কথা রয়েছে এবারের আসরের। এবারের আয়োজক যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।


দেশটিতে ক্রিকেট বেশ জনপ্রিয় হলেও ফুটবল খেলার দর্শক মিলছে না। ফলে মাঠে দর্শক টানতে ২০ হাজার টিকিট বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।


এখন পর্যন্ত ১০ লাখ টিকিট বিক্রি হয়েছে, যার বেশিরভাগ অস্ট্রেলিয়ায়। এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল এ অস্ট্রেলিয়া।


অন্যদিকে নিউজিল্যান্ড বেশ নড়বড়ে। এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ অংশ নিয়েছে। তবে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি তারা। 


আগামী বৃহস্পতিবার (২০ জুলাই) নিউজিল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে মেয়েদের ফুটবলের বৈশ্বিক আসরের।


আরআই


মন্তব্য
জেলার খবর