ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৩

দেশে দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। ইতোমধ্যে ভেঙেছে আগের সব রেকর্ড। ডেঙ্গু রোগীর মৃত্যুর দিক থেকে এ বছর দেশ ছাপিয়ে গেছে বিশ্বের অন্য সব দেশকে, মৃত্যুরহার বর্তমানে প্রতি হাজারে দশমিক ৪৫। এখন সামলে উঠতে না পারলে পরিস্থিতি আগস্ট এবং সেপ্টেম্বরে আরো খারাপ হবে বলে আশঙ্কা স্বাস্থ্য বিভাগের।

এদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাবে রোগীর চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। শয্যা না পেয়ে বাধ্য হয়ে অনেকেই মেঝেতে অবস্থান করছেন হাসপাতালে।

আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য দেরি করে হাসপাতালে আসাকে মৃত্যুর জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা। এ বছর দ্বিতীয় কিংবা তৃতীয়বারের আক্রান্তদেরই জটিলতা  বেশি। আক্রান্তদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে দ্রুত।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। ৯০ জনের বেশি ডেঙ্গু রোগী মারা গেছে।

ডেঙ্গুর বিশ্ব পরিস্থিতি বলছে, সর্বোচ্চ আক্রান্ত ১৫ লাখ ছাড়িয়েছে ব্রাজিলে। সে দেশেও মৃত্যুহার বাংলাদেশের তুলনায় কম,  প্রতি হাজারে মৃত্যু শূন্য দশমিক ২৫ শতাংশ।  কাছাকাছি অবস্থানে থাকা পেরুতে মৃত্যুহার প্রতি হাজারে দশমিক ৪৩।

দেশে এবার মৃত্যুর জন্য ডেঙ্গু হেমোরোজিক ফিবার শক সিনড্রোমকে দায়ী করে রোগী স্বজনদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন  বিশেষজ্ঞরা। বলেছেন, জ্বরে আক্রান্ত হওয়ার পরে ডেঙ্গুর লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে। আর ডেঙ্গুর বাহক এডিস মশার কামড় থেকে বাঁচতে শরীরের বেশি অংশ ঢেকে থাকে এমন পোশাক পরতে, যে কোনো সময় ঘুমালে মশারি ব্যবহার করতে। এডিস মশার প্রজনন প্রতিরোধে কর্মস্থল ও আবাস্থল সব সময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে। কোথাও পানি জমতে না দিতে, জমে থাকা পানি ফেলে দিতে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর