সৌদি আরবে আগুনে ৭ বাংলাদেশিসহ প্রাণহানি-৯

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২৩

সৌদি আরবে অগ্নিদগ্ধ হয়ে ৭ বাংলাদেশিসহ ৯ জন মারা গেছে, আহত হয়েছেন ২ জন।

 শুক্রবার (১৪ জুলাই) বিকালে দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকার একটি ফার্নিচারের কারখানায় এ দূর্ঘটনা ঘটে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহত ৭ বাংলাদেশির মধ্যে তিন জন নাটোরের এবং একজন রাজশাহীর রয়েছেন।

মারা যাওয়া বাকিদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছে। 

ফায়ার সার্ভিস কর্মীরা সব মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে । দগ্ধদের হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আগুনের সূত্রপাত বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিডি/আই/এমকে


মন্তব্য
জেলার খবর