টানটান উত্তেজনার ম্যাচে টাইগারদের জয়

রবি
১৫ জুলাই ২০২৩

 ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হারের পর টি-টোয়েন্টিতে জয় ভিন্ন কিছুই ভাবছে না বাংলাদেশ। তবে এ ফরমেটে পরিসংখ্যানে বেশ এগিয়ে আফগানরা। তবুও জয় আশা ছাড়েনি সাকিব বাহিনী।


১৫৫ রানের লক্ষ্য তাড়া করে শেষ ওভারের নাটকীয়তায় জয় ছিনিয়ে এনেছে টাইগাররা। গতকাল শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সাকিব আল হাসানের দল। 

৩২ বলে ৪৭ রান করে ম্যাচসেরা হয়েছেন তরুনব্যাটার তাওহিদ হৃদয়। 

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম ওভারেই আউট হন রনি তালুকদার। ৫টি বল খেলে মাত্র ৪ রান করেন তিনি। দলের স্কোর যখন ৩০, তখন তার পদাঙ্ক অনুসরণ করেন শান্ত। ১২ বল খেলে ১৪ রান করেন তিনি। 

তার বিদায়ের পর বড় জুটির আশা করা হচ্ছিল সাকিব আল হাসান ও লিটনের ব্যাট থেকে। কিন্তু আফগানদের বোলিংয়ের সামনে মাথা নোয়াতে বাধ্য হন লিটন। ফেরেন ১৮ রান করে। 

সাকিব আর হৃদয় দলকে জয়ের দিকে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু হৃদয়কে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সাকিব। ১৭ বলে ১৯ রা করে আউট হন এ বিশ্বসেরা।

অভিজ্ঞ সিনিয়র ব্যাটাররা বিদায় নিলেও দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যান হৃদয় ও শামীম হোসাইন। আউট হওয়ার আগে ৩৩ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ২৫ বলে ৪ চারের মারে সাজানো ছিল তার ইনিংসটি।

শেষ পর্যন্ত শেষ ওভারে ৬ রানের লক্ষ্য দাঁড়ায়। এ ওভারেই ২ উইকেট হারায় বাংলাদেশ। হারের শঙ্কায় ধুকছিল। কিন্তু শেষ হাসিটা বাংলাদেশই হাসলো।

সংক্ষিপ্ত স্কোর 

আফগানিস্তান : ২০ ওভারে ১৫৪/৭( জাজাই ৮, গুরবাজ ১৬, জাদরান ৮, জান্নাত ৩, নবী ৫৪, নাজিবুল্লাহ ২৩, ওমরজাই ৩৩, রশিদ খান ৩, মুজিব ০; নাসুম ৩-০-২০-১, তাসকিন ৪-০-২৯-১, শরিফুল ৩-০-৩০-১, সাকিব ৪-০-২৭-২, মুস্তাফিজ ৪-০-৩১-১, মিরাজ ২-০-১৩-১)। 

বাংলাদেশ : ১৯.৫ ওভারে ১৫৭/৮ (লিটন ১৮, রনি ৪, শান্ত ১৪, সাকিব ১৯, তাওহিদ ৪৭, শামিম ৩৩, মিরাজ ৮, নাসুম ০, তাসকিন ০, শরিফুল ৪*  ; ফারুকি ৪-০-৩৬-১, মুজিব ৪-০-২২-১, ওমরজাই ৩-০-৩৪-১, রশিদ ৪-০-২৪-১, ফরিদ ২-০-১৭-১, নবী ১-০-৮-০, জান্নাত ১.৫-০-১৫-৩)। 

ফল : ২ উইকেটে জয়ী বাংলাদেশ।


মন্তব্য
জেলার খবর