আগের শর্তেই সাজা স্থগিত রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।আইনমন্ত্রী আনিসুল হক এই সম্পর্কিত নথিতে অনুমোদন দিয়েছেন। সোমবার (৮ মার্চ) নথিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনমন্ত্রীই গণমাধ্যমকে এই তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, বাকি সিদ্ধান্ত এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী বেগম জিয়ার ৬ মাসের মুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ মার্চ। প্রসঙ্গত, গত ২৫ মার্চ খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে প্রথমে ছয় মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান। পরে গত সেপ্টেম্বর মাসে তাঁর মুক্তির মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়। শর্ত অনুযায়ী মুক্তিতে থাকাকালে তিনি নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন, দেশের বাইরে যেতে পারবেন না।
এমকে