পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) বলেছেন, তার দল নিষিদ্ধ করা হলে নতুন দল গঠন করেও নির্বাচন করবেন তিনি।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ডন শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
দুর্নীতির অভিযোগে ইমরান খানকে গ্রফতার করা হয়। ইমরানের গ্রেফতারের পর দেশটিতে ভয়াবহ বিক্ষাভ ছড়িয়ে পড়ে। ইমরান খানের সমর্থকরা দেশজুড়ে ব্যাপক ভাঙচুর চালায়। এরই জের ধরে অনেক সরকারি কর্মকর্তা দলটিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন।
এ আহ্বানে সাড়া দিয়েছেদেশটির সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, ‘পিটিআইকে নিষিদ্ধ করাই একমাত্র সমাধান।’
অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, ‘পিটিআইকে নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’
এছাড়াও পিপিপি চেয়ারম্যান এবং পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছিলেন, ‘পিটিআইয়ের নিষেধাজ্ঞা বিষয়ে তার দল কোনও বাধা দিবে না।’
এসবের জবাবে ইমরান খান গণমাধ্যমে বলেন, 'তারা যদি পিটিআইকে সরিয়েও ফেলে, তাহলে আমরা নতুন দল তৈরি করে নির্বাচনে অংশ নেবো এবং জয়লাভ করবো।'
যদি তারা তাকে অযোগ্য ঘোষণা করে এবং জেলে বন্দি করে তারপরও তার দল জিতবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরআই