মন্তব্য
null
দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে পরবর্তী ২৪ ঘণ্টায়। তাপমাত্রা সারা দেশে দিন ও রাতে- দু'বেলাতেই প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (১৫ জুলাই) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বিভাগ ৮-এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের কোথাও কোথাও। বৃষ্টির সময় দমকা অথবা ঝড়ো হাওয়া বইতে পারে।
বিডি/এন/এমকে