ষড়ঋতুর এ দেশে বর্ষাকালে মশার উপদ্রব সবচেয়ে বেড়ে যায়। যেখানে-সেখানে পানি জমে থাকার ফলে মশার প্রজনন বৃদ্ধি পায়। এসময় মশাবাহিত নানা রোগের উপদ্রব দেখা দেয়। ম্যালেরিয়া, ডেঙ্গ জ্বরের প্রকোপ বাড়ে।
এমন পরিস্থিতিতে রাতে মশারীর মধ্যে থাকলেও দিনের বেলা মশার কামড় থেকে বাঁচার উপায় খুঁজে পান না। সুতরাং মন মশার কামড় থেকে কীভাবে বাঁচবেন- বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়।
এ সমস্যার সমাধান নিয়ে কাজ করছে আমেরিকার ‘ইউনাইটেড স্টেটস ইনভাইরোনমেন্টাল প্রটেকশন এজেন্সি’র গবেষকরা। তাদের প্রথম পরামর্শ, মশা জন্ম নিতে পারে এমন স্থানে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করে ফেলুন।
ত্বকের সাথে লেগে থাকে এমন পোশাক এ সময় না পরার পক্ষেই মতামত দিচ্ছেন তারা। তাদের অভিমত, ত্বকের সাথে লেগে থাকে এমন পোশাক পরলে মশার কামড় থেকে বাঁচার কোনো সুযোগ নেই। তাই এসময় পরতে হবে ঢিলেঢালা পোশাক।
রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করার ওপর গুরুত্ব দিয়েছেন গবেষকরা। তারা আরও জানিয়েছেন, বাড়ির বিভিন্ন ঘরে হলুদ রঙের বাতির ব্যবহার নিশ্চিত করুন। এ রঙের আলোতে বাড়িতে মশাসহ পোকামাকড়ের আনাগোনা কম হয়।
আরআই