তত্ত্বাবধায়ক বা সরকারের পদত্যাগের সংক্রান্ত আলোচনা হয়নি: কাদের

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৩

বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দেখতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ প্রাকনির্বাচনি অনুসন্ধানী দলের সঙ্গে তত্ত্বাবধায়ক বা সরকারের পদত্যাগের সংক্রান্ত কোনো আলোচনা হয়নি, তারা জানতেও চায়নি।

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাকনির্বাচনি অনুসন্ধানী দলের সঙ্গে শনিবার (১৫ জুলাই) ক্ষমতাসীন আওয়ামী লীগের বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের।

রাজধানী ঢাকার গুলশানের শেরাটন হোটেলে এ বৈঠক হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সেলোরি রিকার্ডোর আর আওয়ামী লীগের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বৈঠকে নির্বাচন ব্যবস্থা নিয়ে তারা কথা বলেছে। বর্তমান সরকারের নির্বাচন ব্যবস্থা নিয়ে ইইউ প্রতিনিধি দল সন্তুষ্ট।

সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, আমরা বলেছি- সুষ্ঠু নির্বাচন এটি আমাদের অঙ্গীকার। নির্বাচন হবে সংবিধানের ওপর ভিত্তি করেই। এতে তারা আশ্বস্ত হয়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর