তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে সরকারকে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৩

জাতি চরম ক্রান্তিলগ্নে ও অস্তিত্বের সংকটে আছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকারের সঙ্গে আপস বা তাদের অধীনে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। কেননা মানুষ জেগে উঠেছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে সরকারকে।

 শনিবার (১৫ জুলাই) রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবী সমাবেশে এসব কথা বলেন।

শিয়ালের কাছে বারবার মুরগি বরগা দেওয়া যায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একবারই দেওয়া হয়েছিল ২০১৪ সালে। ১৫৩ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে  নেয় তারা। এবার আর সেটা হবে না।

গলায় টাই আছে, পায়ে জুতা নাই-  দেশের উন্নয়ন প্রসঙ্গে এ কথা  জানিয়ে বিএনপি মহাসচিব জানান, জোর করে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।

 

বিডি/আর/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর