মন্তব্য
বর্ণাঢ্য র্যালী ও সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে পঞ্চগড়ে বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপন হয়েছে।
শনিবার (১৫ জুলাই) দুপুরে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে বের হয়ে তালমা বাজার প্রদক্ষিণ করে র্যালী।
র্যালী শেষে কলেজ হলরুমে প্রকল্পের আওতায় নিয়োজিত শ্রেষ্ঠ শেণি প্রশিক্ষককে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের সেইপ প্রকল্পের আয়োজন ও পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বাস্তবায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-২ নিজাম উদ্দিন আহমেদ, সহকারী পরিচালক-৬, জাহিদুল হক এবং পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ, আব্দুল মতিন ডালিসহ শিক্ষক কর্মচারীরা।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে