সারা দেশে চলতি মাসের টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে রোববার (১৬ জুলাই)। টিসিবির পণ্যগুলোর মধ্যে এ মাসে ডালের দর কেজিতে ১০ টাকা কমিয়ে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া দেওয়া হবে ৫ কেজি হারে চাল। দেশব্যাপী ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবার এসব পণ্য পাবে।
শনিবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান বা নির্দিষ্ট স্থায়ী স্থাপনা থেকে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালনা হবে।
উপকারভোগীরা প্রত্যেকে সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাল কিনতে পারবেন। সরকার ভর্তুকি দেওয়ায় প্রতি কেজি চাল ৩০ টাকা, চিনি ৭০ টাকা ও সয়াবিন তেল লিটার প্রতি ১০০ টাকা দরে কেনা যাবে।
বিডি/ই/এমকে