আড়াইশ’ পিস ইয়াবাসহ অটোরিকশা জব্দ, আটক-২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৫ জুলাই ২০২৩

পাবনার চাটমোহরে আড়াইশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিএনজি চালিত তিন চাকার একটা অটোরিকশা জব্দ করছে পুলিশ। এ সময় তাৎক্ষণিক দু’জনকে আটক করা হয়েছে।

ঘটনা শনিবার (১৫ জুলাই) দুপুরের, শহরের বাসস্ট্যান্ড গোলচত্বর মোড় এলাকার। আটকরা হচ্ছে- জেলার বারুইপাড়া এলাকার মো. হাসান আলীর ছেলে ফরহাদ হোসেন (৪০) সিরাজুল ইসলামের ছেলে আল আমিন (২৫)

থানা পুলিশ সূত্রে জানা যায়, তল্লাশি চালিয়ে ওই দুই ব্যক্তির কাছে ইয়াবাগুলো পাওয়া য়ায়। তার আগে গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড গোলচত্বর মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান  সেলিম রেজা।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর