মেসিকে অপহরণের আশঙ্কা

রবি
১৬ জুলাই ২০২৩

ফ্রান্সের ফুটবল ক্লাব পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। বর্তমানে ক্লাবটির হয়ে খেলতে দেশটির ফ্লোরিডায় অবস্থান করছেন মেসি। 


ফ্লোরিডায় কোনো প্রটোকল ছাড়াই অবাধে ঘোরাফেরা করছেন মেসি। পরিবার নিয়ে তার শপিং করার ছবি বিশ্বজুড়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 


অবাধে এমন ঘোরাঘুরি মোসির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। তাদের দাবি বিশ্বের দ্বিতীয় ধনাঢ্য অ্যাথলেট হওয়ায় দুষ্কৃতিকারী কর্তৃক যে কোনো সময় অপহৃত হতে পারেন মেসি। মেসির অবাধ চলাফেরা বন্ধ করে দ্রুত নিরাপত্তারক্ষী নিয়োগের দাবি জানিয়েছেন তারা।


শুধু শপিং নয়, ফোর্ট লাউডারডেলে ঘুরে বেড়িয়েছেন সাধারণের মতো। ভক্ত সাধারণ তাকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়ে। বিশ্বসেরাকে কাছে পেয়ে ভক্তরা করেছেন আবদার। যার সবই মিটিয়েছে আর্জেন্টাইন সুপারস্টার। 


ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী এই মহুর্তে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী অ্যাথলেট মেসি। তার অর্জিত সম্পদ পাহাড়সম। এটিই হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় বিপদের কারণ। বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে, এই সম্পদের লোভেই দুষ্কৃতিকারীরা অপহরণ করতে পারেন আর্জেন্টাইন মহাতারকাকে।


এছাড়া ফ্লোরিডায় যে কেউ চাইলে অস্ত্র বহন করতে পারে। যার ফলে কেবল অপহরণ নয়, ঘটতে আরো ভয়ংকর ঘটনাও।


আরআই


মন্তব্য
জেলার খবর