হালকা বৃষ্টি হলেও পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে প্রায় আড়াই শতাধিক কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক- কর্মচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। বছরের পর বছর ধরে থাকা এমন দূর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় মাঠে পানি থৈ থৈ করছে। মাঠ ঘেঁষে থাকা পুকুর আর মাঠের পানি একাকার হয়ে গেছে। পানি নিষ্কাশনের কোন পথ নেই।
বিদ্যালয়ের শিক্ষক, ক্ষুদে শিক্ষার্থীরা জানায়, বর্ষা মৌসুমে ঝঁকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। পানিতে তলিয়ে যাওয়ার কারণে পুকুর আর মাঠ চিহ্নিত কঠিন হয়ে পড়ায় যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরুবা সুলতানা জানান, জলাবদ্ধতা সমস্যাটা দীর্ঘদিনের। পানি নিষ্কাশনের কোন পথ নেই। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে। শিক্ষা অফিসে আবেদন দেওয়া হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন শাহ্ বলেন, প্রধান শিক্ষক মাটি ভরাটের জন্য আবেদন করলে আমরা একটি প্রকল্প হাতে নেবো। অল্প দিনের মধ্যে সমস্যা সমাধান হবে।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে