মন্তব্য
ঝড় ঝাপটা অনেক থাকলেও গণতান্ত্রিক ধারা অব্যাহত ও স্থিতিশীল সরকার থাকার কারণে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এখন উন্নয়নশীল দেশ থেকে উন্নত স্মার্ট বাংলাদেশে উন্নীত করতে চাই।
রোববার (১৬ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর 'অধ্যক্ষ সম্মিলন ও বৃত্তি প্রদান' অনুষ্ঠানে এ কথা বলেন। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান হয়।
নির্বাচনী ইশতিহার বাস্তবায়নে তার সরকার বদ্ধপরিকর উল্লেখ করে শেখ হাসিনা বলেন- আমরা বাংলাদেশকে বদলে দিতে চেয়েছিলাম, সেটা করতে পেরেছি। , সুনির্দিষ্ট সময়ে দেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। পরনির্ভরশীলতা থেকে আত্মমর্যাদাশীল হতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
বিডি/এন/এমকে