বেড়েছে সূচক, কমেছে লেনদেন

০৯ মার্চ ২০২১

সোমবার (৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকেরই উত্থান হয়েছে, বেড়েছে বাজার মুলধনের পরিমাণও। তবে রোববারের তুলনায় ১১৫ কোটি টাকার বেশি কমছে লেনদেন। শেয়ার লেনদেন হয় ৩৪৭টি কোম্পানির।

এসব কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১০৭টির এবং বাকি ১১১টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ৭২১ কোটি ৫১ লাখ সাত হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। রোববার এর পরিমাণ ছিল ৮৭৬ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকা।সেই হিসাবে লেনদেন কমেছে ১৫৫ কোটি ২৪ লাখ ১৭ হাজার টাকা।

এই দিন ১৮ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ৮৭১টি শেয়ার এক লাখ ৪৮ হাজার ৩৫০ বার হাতবদল হয়। শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান পতনের চিত্র দেখা গেছে লেনদেনে।  প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক শূন্য আট পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬০৪ দশমিক ৩৮ পয়েন্টে পৌঁছায়, ডিএসইএস সূচক আট দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে এক হাজার ২৬৫ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করে আর ডিএস৩০ সূচক ১১ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দুই হাজার ১৬৮ পয়েন্টে স্থির হয়। 

বাজার মূলধন দুই হাজার ৯০৩ কোটি ২১ লাখ ৮১ হাজার টাকা বেড়ে দাঁড়ায় চার লাখ ৮৩ হাজার ৮৯৭ কোটি ৯৯ লাখ ৩৩ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। আট দশমিক ৪৪ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল শাইনপুকুর সিরামিকস লিমিটেড। 

এমকে


মন্তব্য
জেলার খবর