নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া তথ্যের সঙ্গে মাঠের তথ্যের অমিল থাকায় ইসির নিবন্ধন পাচ্ছে না আলোচিত ও সমালোচিত গণঅধিকার পরিষদসহ ১০ দল।
রোববার (১৬ জুলাই) ইসির এ সংক্রান্ত সভায় তাদের নিবন্ধন না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে যাচাই-বাছাই শেষে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
নিবন্ধন পাওয়া দুটি হলো— বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। এ বিষয়ে সোমবার (১৭ জুলাই) পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি।
ইসির নিবন্ধন পাওয়ার সংক্ষিপ্ত তালিকায় থাকা ১২টি রাজনৈতিক দল হচ্ছে— আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডি)।
বিডি/আর/এমকে