খুলনার নতুন পুলিশ কমিশনার চাটমোহরের মোজাম্মেল হক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৬ জুলাই ২০২৩

খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে পাবনার চাটমোহরের কৃতি সন্তান পুলিশের ডিআইজি মো. মোজাম্মেল হককে।  

রোববার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ,পুলিশ- শাখার জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

কমিশনার হিসেবে পদায়নের আগে হাইওয়ে পুলিশ, ঢাকার ডিআইজি পদে দায়িত্ব পালন করছিলেন তিনি। পুলিশের চৌকস ও মানবিক এ কর্মকর্তা র‌্যাব-১৩ ও র‌্যাব- এর অধিনায়ক ছিলেন। তিনি বগুড়া, জয়পুরহাট ও নওগাঁর পুলিশ সুপার ছিলেন।

বিসিএস ১৮ তম ব্যাচের এ কর্মকর্তার বাড়ি চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামে। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা।

এদিকে কেএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার সফলতা কামনা করছেন নেটিজেনরা।


মন্তব্য
জেলার খবর