পরিষদের আয় বাড়াতে ইউপি চেয়ারম্যানদের প্রতি মন্ত্রীর আহবান

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৩

দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিজ নিজ ইউনিয়নের আয় বৃদ্ধি করার ক্ষেত্রে গভীরভাবে চিন্তাভাবনা করার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, সমবায় পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম। বলেছেন, আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ ইউনিয়ন পরিষদ কার্যকর করা গেলে ইউনিয়নের অনেক সমস্যা নিজেরাই সমাধান করা যাবে।

রোববার (১৬ জুলাই) বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন। মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগ সম্মেলন কক্ষে এ সভা হয়।

ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী স্বাবলম্বী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়ে মন্ত্রী আরও বলেন, তৃণমূলের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার মাধ্যম হচ্ছে ইউনিয়ন পরিষদ। তাছাড়া প্রান্তিক মানুষের সব সুবিধা অসুবিধা সমাধানে ভরসার জায়গা হচ্ছে ইউনিয়ন পরিষদ।

রাজস্ব বাড়ানোর তাগিদ দেন এ সময় মন্ত্রী। বলেন, মানুষ যখন দেখবে- তাদের দেওয়া রাজস্ব তাদের উন্নয়নে এবং কল্যাণের ব্যয় হচ্ছে, তখন রাজস্ব দেওয়ার অনীহা দূর হবে তাদের। তাই রাজস্ব আদায়ের ক্ষেত্রে জনগণকে বুঝিয়ে সচেতন করতে হবে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর