লক্ষ্য বেশি বড় ছিল না। দারুণ শুরুও করেছিল এদিন। ৬৭ রানের অনবদ্য জুটি গড়েন আফিফ হোসেন ও লিটন কুমার দাস। ৩৬ বলে ৩৩ রান করেন লিটন আর ২০ বলে ২৪ রান করেন আফিফ।
তাদের অনবদ্য জুটিতে ভর করে ৬ উইকেটের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে জিতে গেল বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামে আফগানিস্তান। ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছিল অতিথিরা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান আসে ওমরজাইয়ের ব্যাট থেকে। ২১ বলে এ রান করেন তিনি।
বাংলাদেশের হয়ে ৩৩ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হন তাসকিন আহমেদ। এছাড়া মোস্তাফিজ ও সাকিব ২টি করে উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল বাকী থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। অনবদ্য ক্যাপ্টেন্সি, দুর্দান্ত বোলিং ও দারুণ ব্যাটিংয়ের কারণে ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ১৭ ওভারে ১১৬/৭ (গুরবাজ ৮, জাজাই ৪, জাদরান ২২, নবী ১৬, নাজিবুল্লাহ ৫, জানাত ২০, ওমরজাই ২৫, রশিদ ৬, মুজিব ১; তাসকিন ৪-০-৩৩-৩, হাসান ৩-০-২০-০, নাসুম ৪-০-১৫-০, মুস্তাফিজ ৩-০-৩০-২, সাকিব ৩-০-১৫-২)।
বাংলাদেশ : ১৬.১ ওভারে ১১৯/৪ (লিটন ৩৫, আফিফ ২৪, শান্ত ৪, সাকিব ১৮, তাওহিদ ১৯, শামিম ৭; ফারুকি ৩-০-১৯-০, ওয়াফাদার ৩.১-০-৩০-০, মুজিব ৪-০-২৮-২, রশিদ ৪-০-১৯-০, ওমরজাই ৩-০-১৭-২)।
ফল : ৬ উইকেটে জয়ী বাংলাদেশ
সিরিজ : ২-০ ব্যবধানে জয়ী বাংলাদেশ।