নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে ইসরাইলে লাখো মানুষের বিক্ষোভ

রবি
১৭ জুলাই ২০২৩

ইসরায়েলের নেতানিয়াহু সরকারের রিরুদ্ধে ফুসে উঠেছে দেশটির জনগণ। শনিবার দেশটির রাজধানী তেলআবিবে এক লাখেরও বেশি মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। প্রেসিডেন্ট ভবনের বাইরেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এখবর জানানো হয়।

 বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পরিবর্তন এবং বিচার ব্যবস্থা পরিবর্তনের দবি জানান। নেতানিয়াহুর বিরুদ্ধে তারা স্লোগান দিতে থাকেন।


সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে বিচার ব্যবস্থা সংশোধন করেছে অভিযোগ করে বিক্ষোভকারীরা বলেন, তার এ পদক্ষেপের কারণে বিচার ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে। এসময় যেকোনো মূল্যে গণতন্ত্র টিকিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আরআই


মন্তব্য
জেলার খবর