অধিকার আদায় করে নিতে হবে

০৯ মার্চ ২০২১

শুধু চিৎকার বা বক্তৃতার মাধ্যমে নারীদের অধিকার আসে না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অধিকারটা আদায় করে নিতে হবে। আদায় করবার মতো যোগ্যতা অর্জন করতে হবে। আর সেই যোগ্যতা আসবে শিক্ষা-দীক্ষা-প্রশিক্ষণের মাধ্যমে। সোমবার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে জয়িতা পুরস্কার প্রদান ও আলোচনা সভায় এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার অন্যান্য কাজের পাশাপাশি নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে নারীরা সর্বক্ষেত্রে সুযোগ পাচ্ছে। তিনি বলেন, একটা সমাজকে গড়ে তুলতে হলে শিক্ষার ক্ষেত্রেও নারীদের সুযোগ দিতে হবে।  সমাজের অর্ধেক যদি অকেজো থাকে, সেই সমাজ তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। আর সংসদের কথা নাই বললাম। তিনি বলেন, এখন সব জায়গাই নারী। এসপি, ডিসি, ইউএনও, ওসি থেকে শুরু করে সর্বক্ষেত্রেই মেয়েদের অবস্থান নিশ্চিত করা হয়েছে।  বর্তমানে সংসদে স্পিকার নারী, বিরোধীদলীয় নেতা নারী, উপনেতা নারী, সংসদ নেতা সবই মহিলা। সেটা আমরা স্থান করে নিয়েছি। কাজেই আমি মনে করি এটাই আমাদের সব থেকে বড় অর্জন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্টের ২১ বছর পর যখন আওয়ামী লীগ সরকারের আসে, তখন এই দেশে নারীর উন্নয়ন ঘটে এবং নারীমুক্তি ঘটে। বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়। আজ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। কারণ, আমরা নারী-পুরুষ নির্বিশেষে সবাই মিলে, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সবাই মিলে প্রিয় মাতৃভূমি, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভূমিকে এগিয়ে নিয়ে যাবো।

এমকে


মন্তব্য
জেলার খবর