মন্তব্য
বাইস গজের ক্রিজ ছেড়েছেন অনেক আগেই। জাতীয় দলে আর দেখা যায় না তাকে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ক্যাপ্টেন হিসেবে ধরা হয় তাকে। বর্তমানে নিজ এলাকায় নির্বাচনী প্রচারণার ব্যস্ত সাবেক এ কাপ্তান।
নির্বাচনী প্রচারণার কাজ করলেও খেলার মাঠ থেকে তাকে দূরে রাখতে পারেনি। নড়াইলের লোহাগড়া উপজেলার কোলা প্রাইমারি স্কুল মাঠে হঠাৎ নেমে পড়েন। ফুটবল খেলায় অংশ নেন।
মাঠে নেমে মাশরাফীকে ফুটবল খেলতে দেখে আনন্দে মেতে ওঠেন স্থানীয়রা। ফুটবল খেলার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরাও তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। ভক্তরা বিশ্বাস করেন, খেলার মাঠ থেকে রাজনীতি সব জায়গাতেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন মাশরাফী।
আরআই