প্রয়োজনে ক্লাস্টার বোমা ব্যবহার করবে মস্কো: পুতিন

রবি
১৭ জুলাই ২০২৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হলেও রাশিয়াকে পরাজিত করতে সবধরনের সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটি ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার ঘোষণা দেয়। গত বৃহস্পতিবার একটি চালার পৌঁছেও গেছে বলে জানিয়েছে কিয়েভ।


কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইউক্রেনের ভূখণ্ডে অবস্থানরত রুশ সেনাদের হটাতে ক্লাস্টার বোমা ব্যবহার করবেন। তবে এসব বোমা কোনোভাবেই তারা রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করবে না বলে জানায়।


এর পাল্টা ব্যবস্থার কথা জানিয়েছে রাশিয়া। দেশটির কাছে ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুত রয়েছে এবং প্রয়োজনে এসব বোমা ব্যবহার করবে মস্কো বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম মস্কো টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে রোববার তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, প্রয়োজনে রাশিয়াও এমন অস্ত্র ব্যবহার করে জবাব দেবে।

 

পুতিন বলেন, ‘আমি জানিয়ে দিতে চাই যে, রাশিয়ান ফেডারেশনেও বিভিন্ন ধরনের ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুত রয়েছে। আমরা এখনো সেগুলো ব্যবহার করিনি। তবে সে রকম বোমা আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হলে, আমরা অবশ্যই পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখি।’


ক্লাস্টার বোমার ব্যবহারকে অপরাধ হিসেবে বিবেচনা করে তিনি বলেন, 'গোলাবারুদের সমস্যা সহ্য করেও রাশিয়ার এখনো সেগুলো ব্যবহার করেনি।'

 

আরআই


মন্তব্য
জেলার খবর