মেসিকে পেয়ে উৎফুল্ল মিয়ামি

রবি
১৭ জুলাই ২০২৩

দশ বছর ধরে চেষ্টা তদবির করে অবশেষে লিওনেল মেসিকে দলে ভেড়াতে সক্ষম হয়েছে  ইন্টার মিয়ামি। তাকে দলে পেয়ে আপ্লুত পুরো টিম। নর্থ আমেরিকা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ভিক্টর মোন্টাগ্লিনি বলেন, লিওনেল মেসির যোগ দেয়ায় বদলে যাবে যুক্তরাষ্ট্রের ফুটবল। 


অন্যদিকে, বিশ্বসেরা ফুটবলারকে পেয়ে দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে বলে প্রত্যাশা মিয়ামি কোচ টাটা মার্তিনোর।


মার্তিনো বলেন, 'প্রথমত আমরা অনেক খুশি লিওনেল মেসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করতে পেরে। তবে আমরা চেয়েছিলাম তার প্রেজেন্টেশনের দিনে তাকে একটা জয় উপহার দিতে। কিন্তু আমরা তা করতে পারছি না। এখন ভবিষ্যৎ নিয়ে ভাবছি। বিশ্বসেরা একজন ফুটবলার দলে থাকা মানে দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাওয়া। এখন লক্ষ্য তাকে ভালোভাবে প্রস্তুত করে সঠিক সময়ে ব্যবহার করা।


মেসির সঙ্গে ২ বছর ৬ মাসের চুক্তি হয়েছে ইন্টার মিয়ামির। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে ২০২৫ সাল পর্যন্ত থাকবেন লিও। আগামী ২১ আগস্ট এলএমএসের জার্সিতে অভিষেক হতে পারে আর্জেন্টাইন সুপারস্টারের।


আরআই


মন্তব্য
জেলার খবর