ডিমলায় ৩ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নীলফামারী প্রতিনিধি
১৭ জুলাই ২০২৩

উৎসবমুখর পরিবেশে নীলফামারীর ডিমলা উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ  চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তিন ইউনিয়নে বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৩৯ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ৯১ জন রয়েছে। তিন ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৫০ হাজার ৪৯৭ জন। মোট ২৭টি ভোটকেন্দ্রের ১৬০টি ভোট কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে।

এদিকে প্রতিটি ভোটকেন্দ্রে নারীর তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি কম রয়েছে। সুষ্ঠু অবাধ নির্বাচন নিশ্চিতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার তিন ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, ভোট প্রদানের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান বলেন, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে বিরাজ করছে। কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ তৎপর রয়েছে।

 

 


মন্তব্য
জেলার খবর