একসময় থানা চত্বরের পরিত্যক্ত জায়গা ঝোপঝাড়ে ছিল ভরপুর। কিন্তু সেই জমিতে এখন শোভা পাচ্ছে সু-সজ্জিত বিষমুক্ত সমন্বিত সবজি, ফুল ও ফলের বাগান। একইসঙ্গে থানার পুকুরে চাষ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ। নওগাঁ জেলার আত্রাই থানার আঙিনার এ পরিবর্তনের উদ্যোক্তা হলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার।
প্রতি ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনা বাস্তবায়নে এ উদ্যোগ নেন ওসি।
উপজেলার ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম জানান, অন্যান্য থানায় এমন পরিবেশ সচরাচর চোখে পড়ে না। থানা চত্বরের এ বাগানটি একবার ঘুরে দেখলে মন মন জুড়ে যায়। বাগানটি দেখে অনুপ্রাণিত হয়েছি। আমি আমার ইউনিয়ন পরিষদেও এ রকম বাগান গড়ে তোলার চেষ্টা চালাচ্ছি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, থানায় যোগদানের পরই পরিত্যক্ত জমিগুলোতে চাষাবাদ শুরুর উদ্যোগ গ্রহণ করি। থানার উত্তর দিকে ছোট্ট একটি বাগান ছিলো, সেটাকে সম্প্রসারিত করে সেখানে উপজেলা কৃষি বিভাগের সহায়তায় শীতকালীন নানান সবজির চাষ শুরু করি। বর্তমানে বাগানে বেগুন, মরিচ, ধনিয়া, পুঁইশাক, লালশাক, সবুজশাক, ঢেড়স, পেঁপে, সজনে, লাউসহ বিভিন্ন সবজির গাছ শোভা পাচ্ছে। থানা মূল ভবনের মাঝখানের পরিত্যক্ত জায়গাটিও পরিস্কার করে একটি বাগান তৈরি করেছি। সেখানে বর্তমানে শোভা পাচ্ছে গোলাপ, পাতাবাহারসহ বিভিন্ন ধরণের ফুলের গাছ।
আমার প্রত্যাশা পরবর্তিতে যারা এ থানায় আসবেন, তারাও সৃজনশীল কাজগুলোর ধারাবাহিকতা অব্যাহত রাখবেন।
তিনি আরো বলেন, আমরা যদি এভাবে নিজেদের পরিত্যক্ত জমিতে শখের বাগান গড়ে তুলি তাহলে আমরাসহ পুরো দেশ বিষমুক্ত সবজি উৎপাদনে স্বাবলম্বী হওয়ার পাশপাশি আর্থিকভাবেও অনেক লাভবান হতে পারি।
বিডি/ আবু ইউসুফ/সি/এমকে