গত ১৩ বছরে দেশে ১১-৪৫ বছর বয়সীদের মধ্যে প্রায়োগিক স্বাক্ষরতা বেড়েছে ১৯ দশমিক ৯৯ শতাংশ। বর্তমানে এ হার ৭৩ দশমিক ৬৯।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রায়োগিক স্বাক্ষরতা নিরূপণ জরিপে এ তথ্য প্রকাশ পেয়েছে। সোমবার (১৭ জুলাই) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ভবনে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, এ বয়সীদের প্রায়োগিক স্বাক্ষরতার হার ২০১১ সালে ছিল ৫৩ দশমিক ৭০। বর্তমানে এ বয়সী পুরুষদের ক্ষেত্রে প্রায়োগিক স্বাক্ষরতা বেড়ে ৭৪ দশমিক ১০ এবং নারীদের ক্ষেত্রে ৭৩ দশমিক ২৫ শতাংশ দাঁড়িয়েছে।
ব্যতিক্রম এ জরিপে স্বাক্ষরতার হার যাচাইয়ে নির্বাচিত প্রত্যেক ব্যক্তির ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। ন্যূনতম ৫০ নম্বর পেলে প্রায়োগিক স্বাক্ষর বলে বিবেচিত হয়েছে। দুই ধরণের বয়স ৭-১৫ বছর এবং ১৫ থেকে অনুর্ধ ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ছিল আলাদা। দেশের ৬৫ জেলার চার হাজার ৯৬টি প্রাইমারি স্যাম্পল এরিয়া থেকে ৮১ হাজার ৯২০টি পরিবারের তথ্য সংগ্রহ হয় এ জরিপে।
বিডি/এন/এমকে