১৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে প্রায়োগিক স্বাক্ষরতা

নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২৩

গত ১৩ বছরে দেশে ১১-৪৫ বছর বয়সীদের মধ্যে প্রায়োগিক স্বাক্ষরতা বেড়েছে ১৯ দশমিক ৯৯ শতাংশ। বর্তমানে এ হার ৭৩ দশমিক ৬৯।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রায়োগিক স্বাক্ষরতা নিরূপণ জরিপে তথ্য প্রকাশ পেয়েছে। সোমবার (১৭ জুলাই) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ভবনে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

 

প্রতিবেদন অনুযায়ী, এ বয়সীদের প্রায়োগিক স্বাক্ষরতার হার ২০১১ সালে ছিল ৫৩ দশমিক ৭০।  বর্তমানে এ বয়সী পুরুষদের ক্ষেত্রে প্রায়োগিক স্বাক্ষরতা বেড়ে ৭৪ দশমিক ১০ এবং নারীদের ক্ষেত্রে ৭৩ দশমিক ২৫ শতাংশ দাঁড়িয়েছে।

ব্যতিক্রম এ জরিপে স্বাক্ষরতার হার যাচাইয়ে নির্বাচিত প্রত্যেক ব্যক্তির ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। ন্যূনতম ৫০ নম্বর পেলে প্রায়োগিক স্বাক্ষর বলে বিবেচিত হয়েছে। দুই ধরণের বয়স -১৫ বছর এবং ১৫ থেকে অনুর্ধ ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ছিল আলাদা। দেশের ৬৫ জেলার চার হাজার ৯৬টি প্রাইমারি স্যাম্পল এরিয়া থেকে ৮১ হাজার ৯২০টি পরিবারের তথ্য সংগ্রহ হয় এ জরিপে।

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর