মন্তব্য
সোমবার (১৭ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
আন্তর্জাতিকভাবে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টিতে সহায়তা করতে এ নীতি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে অনুমোদন দেওয়ার বিষয়টি সচিবালয়ে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ট্যারিফ কমিশন এ সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে। কিন্তু এর আগে নির্দিষ্ট কোনো নীতি ছিল না।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এতে ১৭টি নীতি রয়েছে। শুল্ক কাঠামো সহজীকরণ ও এ ব্যবস্থায় স্বচ্ছতা আনার বিষয়টি রয়েছে পলিসিতে।
এ পলিসিতে দেশীয় শিল্পের সক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে বলেও জানান তিনি।
বিডি/ই/এমকে