রাজশাহীর হরিয়ান ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

রাজশাহী প্রতিনিধি
১৭ জুলাই ২০২৩

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র  প্রার্থী জেবর আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে নির্বাচিত ঘোষণা করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা।

আওয়ামী লীগ নেতা জেবর আলী দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোটরসাইকেল প্রতীকে তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৬৭২টি। নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকের জালাল উদ্দিন পেয়েছেন হাজার ৭০ ভোট। আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন পেয়েছেন হাজার ১২৯ ভোট।

পবা উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। তার আগে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

একযুগ পরে   ইউনিয়নে সাধারণ নির্বাচন হলো। ভোটাররা ব্যালট পেপারে ভোট দিয়েছেন। ছয়জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৭৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পবা উপজেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম প্রামানিক বলেন, সুন্দর সুষ্ঠভাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালের পরে সীমানা জটিলতার কারণে ইউনিয়ন পরিষদে নির্বাচন বন্ধ ছিল।

 

বিডি/মানিক হোসেন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর