ডাক্তারদের আন্দোলনে বিপাকে লাখ লাখ রোগী

নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৩

রাজধানীসহ সারা দেশে চেম্বারে রোগী দেখা এবং প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া বন্ধ রেখেছেন চিকিৎসকরা। তাদের এ আন্দোলনে বিপাকে পড়েছেন দেশের লাখ লাখ রোগী। দু’দিনের লাগাতার এ কর্মসূচিকে অমানবিক বলছেন ভুক্তভোগীরা।


ঢাকার সেন্ট্রাল হাসপাতালে নবজাতক প্রসূতি মৃত্যুর ঘটনায় তিন নারী চিকিৎসককে আটক করা হয়। এর প্রতিবাদে শনিবার গাইনি চিকিৎসকদের সংগঠন অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) সোমবার ও মঙ্গলবার কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করে। তাদের সঙ্গে দেশের পেশাজীবী ৩৬টি সংগঠনের প্রায় ৫০ হাজার চিকিৎসক একযোগে এ কর্মসূচি পালন করছেন।

প্রাপ্ত তথ্য বলছে, হাসপাতালে আসার পর ডাক্তারদের কর্মবিরতির বিষয়টি জানতে পারেন রোগীসহ তাদের স্বজনরা। ফলে অসুস্থ শিশু, মুমূর্ষু রোগী প্রসূতিদের নিয়ে বেকায়দায় আর ভোগান্তিতে পড়তে হয় তাদের।

এদিকে এ কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। কেননা চিকিৎসকের প্রধান কাজ সেবা। রোগীকে মৃত্যুঝুঁকিতে ফেলে দেওয়া তাদের কাজ হতে পারে না। তাই এ ধরনের কর্মসূচি দেওয়াটা উচিত হয়নি কোনোমতেই। রোগীকে জিম্মি করে ধরনের কর্মসূচি দেওয়ার আগে সরকারের কাছে দাবি জানানোর সুযোগ ছিল। দাবি বাস্তবায়নে স্মারকলিপি, মানববন্ধনসহ আন্দোলনের  আরো পথ খোলা ছিল বলে মনে করছেন তারা।

বিষয়ে ওজিএসবি সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. সালমা রউফ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাইভেট ক্লিনিকের আউটডোর চিকিৎসা বন্ধ রয়েছে। ইমার্জেন্সি ক্ষেত্রে  নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে চিকিৎসকদের।

এদিকে এমন আন্দোলন থেকে ফিরে আসাকে জরুরি বলে মনে করছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব . মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। বলেছেন, চিকিৎসকদের  বড় চিকিৎসক হওয়ার চেয়ে মানবিক চিকিৎসক হওয়া খুব জরুরি। রোগী জিম্মি করা কোনো মানবিক কাজ নয়। সোমবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আরও বলেন, তারা কর্মসূচি দিলেও সরকারি হাসপাতালে সব ধরনের সেবা চালু আছে। সমস্যা দু-একদিনের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর