ইউটিউব থেকে কোটি টাকা আয় যুবকের

রবি
১৮ জুলাই ২০২৩

ইউটিউব চ্যানেল খুলে ভাগ্য খুলেছে অনেকের। শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন এমন নজির কম নয়। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে একজন ইউটিউবাবরের বাড়িতে হানা দিয়েছে পুলিশ। তল্লাসি চালিয়ে নগদ ২৪ লাখ রুপি উদ্ধার করা হয়েছে। 


অবৈধভাবে ওই টাকা আয় করেছে বলে আয়কর বিভাগের অভিযোগ। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওই ইউটিউবার তসলিমের ভাই ফিরোজ।


আয়কর বিভাগের অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, তার ভাই ‘ট্রেডিং হাব ৩.০’ একটি চ্যানেল চালায় এবং সেখান থেকে বেশ কিছু অর্থ উপার্জন করে। তার ভাই ইউটিউব থেকে প্রাপ্ত আয়ের বিপরীতে আয়করও দিয়েছেন বলেও জানান তিনি।


তিনি আরো বলেন, ‘আমরা কোনো ভুল কাজ করি না। আমরা আমাদের ইউটিউব চ্যানেল চালাই, যেখান থেকে আমরা ভালো আয় করি; এটাই সত্য। এ অভিযান একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।’


এদিকে আয়কর বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তাসলিম তার ইউটিউব চ্যানেল থেকে সবমিলিয়ে প্রায় ১ কোটি রুপি আয় করেছেন। তাদের দাবি, তাসলিম এ অর্থ অবৈধভাবে আয় করেছেন।


আরআই


মন্তব্য
জেলার খবর