ভারতের বিপক্ষে কাল মাঠে নামছে বাংলাদেশ, লক্ষ্য সিরিজ জয়

রবি
১৮ জুলাই ২০২৩

শক্তিশালী প্রথমবারের ভারতকে হারিয়েছে বাংলাদেশের নারীরা। তবে এখনই তৃপ্তর ঢেকুর তুলতে নারাজ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি মনে করেন দলকে আরো উন্নতি করতে হবে। 


ভারতীয় নারীদের হারানোর পর সংবাদ মাধ্যমের মুখোমখি হয়ে জ্যোতি বলেন ‘এ উইকেটে আমরা আরও ভালো ব্যাটি করতে পারতাম। কারণ আমার মনে হয় না খুব ভালো বলে আমরা উইকেট দিয়ে আসছি। আমি, পিংকি সেট হয়ে আউট হয়েছি। আমরা ইনিংসটা আরেকটু বড় করতে পারলে স্কোর ২০০ করা যেত।'


ভারতকে হারানোর পুরো ক্রেডিট বোলারদের দিয়ে তিনি আরো বলেন, 'মেয়েরা খুব ভালো বল করেছে। যার কারণে আমরা জিতেছি।’

 


তিনি বলেন, ‘আমরা জানি, ভালো ক্রিকেট খেললে আমরা আরও একধাপ এগিয়ে যাব। উল্লাস করা থেকে সবাইকে আমি থামিয়ে রেখেছি বলা যায়। সিরিজ জিততে পারলে আমরা ওভাবে উদযাপন করব।’

 

ভারতকে হারিয়ে সিরিজ জয়ের মিশনে বুধবার (১৯ জুলাই) মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা। 


মন্তব্য
জেলার খবর