মন্তব্য
যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। দীর্ঘ দশ বছর দেন দরবার করার পর মেসিকে পেয়ে আপ্লুত ক্লাবটি। আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে মেসিকে। মেসিকে তার পছন্দের ১০ নম্বর জার্সিও দেওয়া হয়েছে।
১৫ জুলাই যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে আনুষ্ঠানিকভাবে ২ বছর ৬ মাসের জন্য চুক্তি করেন মেসি। এরপরে বাংলাদেশ সময় সোমবার (১৭ জুলাই) ভোর ৬টায় 'দ্য আনভেইল' নামে এক অনুষ্ঠানের মাধ্যমে জগদ্বিখ্যাত ফুটবলার মেসিকে বরণ করে নেওয়া হয়।
এসময় মেসির হাতে ১০ নম্বর জার্সি তুলে দেন মিয়ামির মালিকেরা। দশ নম্বর জার্সি পাওয়ায় মেসিকে হাসোজ্জল দেখা যায়।
আরআই