ডিমলায় আ.লীগের এক ও স্বতন্ত্রর দুই প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

নীলফামারী প্রতিনিধি
১৮ জুলাই ২০২৩

নীলফামারীর ডিমলায় তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে দুটিতে স্বতন্ত্র ও বাকি একটিতে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

সোমবার (১৭ জুলাই) এ তিন ইউপির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো জাহাঙ্গীর আলম, ৫নং গয়াবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী  মো শরিফ ইবনে ফয়সাল মুন  ও ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মো. রবিউল ইসলাম সাহিন (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতিকে জাহাঙ্গীর আলমের প্রাপ্ত ভোট ৬ হাজার ৫০১ টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো রবিউল ইসলাম লিথন চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৬৮ ভোট। মো. শরিফ ইবনে ফয়সাল মুন আনারস প্রতিকে ৪৫৪৬ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আরে স্বতন্ত্র প্রার্থী মো. রকনুজ্জামান (স্বতন্ত্র) মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজর ২৬ ভোট। ৫নং গয়াবাড়ী ইউনিয়েনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো আমজাদ হোসেন সরকার পেয়েছেন ১ হাজার ৮৬৯ ভোট।

রবিউল ইসলাম সাহিন পেয়েছেন ৪ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আরেক স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. ময়নুল হক চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৯৩ ভোট। সাহিনের ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম পেয়েছেন মাত্র ৬৮০ ভোট।

 

 

 

খগাখড়িবাড়ী, গয়াবাড়ী টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার বলেন, কোন প্রকার বিশৃঙ্খলা সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ, সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বিডি/ রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর