প্রায় ৪০ বছর পর টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নের ধুবড়িয়া-চকগদাধর-বিষমপুর সড়কের চাঁন মিয়া চেয়ারম্যান বাড়ি-বিষমপুর বটতলা পর্যন্ত অবশিষ্ট অংশ নতুনভাবে নির্মাণে বরাদ্দ পাওয়া গেছে। এ খবরে সংশ্লিষ্ট এলাকা জুড়ে আনন্দ ও খুশির জোয়ার বইছে।
সোমবার (১৭ জুলাই) দেওয়া এ বরাদ্দের পরিমাণ ২ কোটি ৪২ লাখ টাকা। গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়া'র নাতি ইউসুফ হোসেন লেনিন বলেন, প্রায় ৪০ বছর অপেক্ষার পর এ সড়ক নির্মাণের বরাদ্দ পেলাম আমরা এলাকাবাসী। সড়কটি নির্মাণে উদ্যোগ নেওয়ায় আহসানুল ইসলাম টিটু এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই৷ তিনি সড়কটি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
বিডি/ইউসুফ হোসেন/সিএমকে