৮ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৩

null

৪৫-৬০ কিলোমিটার বেগে দেশের জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। হতে পারে বজ্রসহ বৃষ্টিও। এসব এলাকার নদীবন্দরকে নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

জেলা ৮টি হচ্ছে- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার সিলেট।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে- বিভাগুলোর মধ্যে চট্টগ্রাম সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বরিশালের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। মাঝারি থেকে ভারি বর্ষণের হতে পারে দেশের কোথাও কোথাও।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর