শুকনো পাত্রে ৬ মাস বাঁচতে পারে এডিস মশার ডিম!

নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৩

null

এতোদিন কেবল জল থাকা পাত্রের কথা বলা হলেও নতুন করে জানা গেছে শুকনো পাত্রেও  ডেঙ্গুর বাহক এডিস মশার ডিম বেঁচে থাকতে পারে মাস। শুধু তাই নয় স্বচ্ছ পানির পাশাপাশি লার্ভা মিলছে নোংরা পানিতেও। তাই ডেঙ্গু প্রতিরোধে  এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের কোনো বিকল্প নেই। এমন তথ্যই জানিয়েছেন কীটতত্ত্ববিদরা।

কীটতত্ত্ববিদরা বলছেন, ডেঙ্গু প্রকোপ দেখা দেওয়ার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অপর্যাপ্ত ব্যবস্থাপনা। মানুষের সচেতনতার অভাবও  আছে। ডেঙ্গু নিয়ে আগাম সতর্ক করার পরও সেটা গায়ে না মাখায় এখন ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি।

এডিস মশা প্রসঙ্গে আরও বলা হয়েছে, ৪ থেকে দিনের জমা পানিতে এডিস মশা ডিম পাড়ে। বেশি শীত না আবার গরমও তেমন না এমন আহবাওয়ায় এডিস মশার  প্রজননের জন্য বেশি উপযুক্ত। ঘরে-বাইরে সব স্থানে এডিস মশার বিচরণ। এক কিলোমিটার পর্যন্ত উড়তে পারে এ মশা, এ সময়ে কমপক্ষে তিনজনকে কামড়ানোর সুযোগ পায়।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর