নওগাঁয় বিএনপির পদযাত্রায় জনস্রোত, যানজটে ভোগান্তি

নওগাঁ প্রতিনিধি
১৮ জুলাই ২০২৩

বিএনপির পদযাত্রার একাংশ- ছবি আবু ইউসুফ

সরকারের পদত্যাগে নিজেদের এক দফা দাবিতে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁয় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বালুডাঙ্গা বাসস্টান্ড পর্যন্ত পদযাত্রা হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ পদযাত্রা অনেকটাই জনস্রোতে পরিণত হয়। পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশও হয়।

এদিকে পদযাত্রার কারণে শহরের প্রধান সড়ক, বাজার এলাকার সড়ক, ব্রিজের মোড়-ডিগ্রি কলেজ মোড়সহ শহরজুড়ে সৃষ্টি হয় ব্যাপক যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সমাবেশকে ঘিরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে শুরু করে পদযাত্রা রুটে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

ওদিকে পদযাত্রায় অংশ নিতে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে নওগাঁ সদরসহ জেলার ১১টি উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা শহরের ঢাকা বাসস্টান্ড এলাকায় জেলা স্টেডিয়াম মাঠের সামনে ফাঁকা জায়গায় জড়ো হয়। পরবর্তীতে কেডির মোড় থেকে পদযাত্রা শুরুর সিদ্ধান্ত হওয়ায় সেখানে জড়ো হওয়া লোকজন খন্ড খন্ডভাবে এসে কেডির মোড়ে জমায়েত হয়। সেখানে নেতাকর্মীরা সরকারবিরোধী নানা স্লোগান দেয়। জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল আসা শেষ হলে দুপুর ১২টার দিকে পদযাত্রা শুরু হয়।

পদযাত্রা শেষে বালুডাঙ্গা বাসস্টান্ডে সংক্ষিপ্ত সমাবেশ হয়। জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের (নান্নু) সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন, যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম, মামুনুর রহমান (রিপন), বেলাল হোসেন প্রমুখ।

পদযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নওগাঁ- আসনের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, খাজা নাজিবুল্লাহ চৌধুরী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান।

বিডি/আবু ইউসুফ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর