মন্তব্য
ভোট চলাকালে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম) ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের ঢাকাস্থ কার্যালয়। মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস টুইটারে এ উদ্বেগের কথা প্রকাশ করেন।
গোয়েন লুইস টুইটে উল্লেখ করেন, সহিংসতা ছাড়াই প্রত্যেকের নির্বাচনে অংশগ্রহণ করার মৌলিক মানবাধিকার অবশ্যই নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।
সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হয়। এদিন রাজধানী ঢাকার বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করেন কয়েকজন যুবক। এ ঘটনায় সাতজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিডি/আর/এমকে