একদফা আদায়ে পঞ্চগড়ে বিএনপির পদযাত্রা

পঞ্চগড় প্রতিনিধি
১৮ জুলাই ২০২৩

পঞ্চগড় জেলা বিএনপির পদযাত্রা- ছবি সম্রাট হোসাইন

সরকার পতনের এক দফা আদায়ে পঞ্চগড়ে পদযাত্রা করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১২ টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ৮ কিলোমিটার অতিক্রম করে জেমজুট এলাকায় শেষ হয় পদযাত্রাটি। পদযাত্রা শেষে জেমজুট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশ বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু,যুগ্ম আহ্বায়ক  তৌহিদুল ইসলাম, এম. মজিদ, এ্যাড. আদম সুফি, এ্যাড.মির্জা নাজমুল ইসলাম  কাজল প্রমূখ।

পদযাত্রায় জেলা বিএনপিসহ বিএনপির অঙ্গ সহযোগী সব সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর