হিরো আলমের ওপর হামলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস

নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৩

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনাকে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস হিসেবে দেখছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তার মতে, পুলিশি তদন্তে এ ঘটনার উদ্দেশ্য বেরিয়ে আসবে।

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন।

এ নির্বাচন কমিশনার বলেন, ভোটের শেষ পর্যায়ে সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এ অপপ্রয়াস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মো. আলমগীর বলেন, এ ঘটনায় ইসির পক্ষ থেকে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলায় কোনও অবহেলা থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কমিশনকে জানাতে বলা হয়েছে চিঠিতে।

প্রসঙ্গত, সোমবার (১৭ জুলাই) এ উপনির্বাচন হয়। ভোটের শেষ দিকে বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রের বাইরে  হিরো আলমকে মারধর করেন কিছু যুবক। এ ঘটনায় জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন।

 

বিডি/এন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর