রাণীনগরে অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ, জেলের জরিমানা

আবু ইউসুফ, নওগাঁ
১৮ জুলাই ২০২৩

নওগাঁর রাণীনগরে ছোট যমুনা নদীর বেতগাড়ি পয়েন্ট থেকে মঙ্গলবার দুপুরে হাজার মিটার অবৈধ কারেন্ট রিং জাল জব্দ করা হয়েছে। এ জাল দিয়ে মাছ শিকারের অপরাধে এ সময় কানজুর হোসেন নামে এক মাছ শিকারীকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান। সিনিয়র উপজেলা মৎস্য অফিস তাকে সঙ্গে নিয়ে ওই নদীতে অভিযান পরিচালনা করে।

সূত্র জানায়, নদীর ওই পয়েন্টে কারেন্ট রিং জাল দিয়ে মাছ শিকার করছে কিছু অসাধু ব্যক্তি। এমন সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় মৎস্য অফিস। অভিযানের সময় রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য র্কমর্কতা শিল্পী রায় পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর