মন্তব্য
নওগাঁর রাণীনগরে ছোট যমুনা নদীর বেতগাড়ি পয়েন্ট থেকে মঙ্গলবার দুপুরে ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ করা হয়েছে। এ জাল দিয়ে মাছ শিকারের অপরাধে এ সময় কানজুর হোসেন নামে এক মাছ শিকারীকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান। সিনিয়র উপজেলা মৎস্য অফিস তাকে সঙ্গে নিয়ে ওই নদীতে অভিযান পরিচালনা করে।
সূত্র জানায়, নদীর ওই পয়েন্টে কারেন্ট ও রিং জাল দিয়ে মাছ শিকার করছে কিছু অসাধু ব্যক্তি। এমন সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় মৎস্য অফিস। অভিযানের সময় রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য র্কমর্কতা শিল্পী রায় ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বিডি/সি/এমকে