নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেনের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন ডোমার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনির।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৩টার দিকে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক স্টাটাসে এ ঘোষণা দেন তিনি।
এদিকে তার এ স্টাটাস নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি তার এ স্ট্যাটাসে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও সভাপতির স্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এমন পোষ্ট করার কারণ জানতে পোষ্টের নিচে মন্তব্য করেছেন দলীয় নেতাকর্মীসহ নেটিজেনরা।
স্টাটাসে মনিরুল ইসলাম মনির লেখেন- ”ডোমার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতির সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করলাম!"
ওদিকে স্টাস্টের মন্তব্য এ্যাডভোকেট মনোয়ার হোসেনের স্ত্রী নাহার সুলতানা লিখেছেন, "কেন উনি কি অবৈধ কোন কাজ করেছে বা কারো পাকা ধানে মই দিয়েছে নাকি?" এ মন্তব্যের জবাবে মনির লিখেছেন- "আমার ক্ষতি হয়েছে, তাই আমিও দেখতে চাই কতবড় টিম তৈরি করেছেন, উনি আমার টিমের সাথে যুদ্ধ করে দেখাক ওনার পার্ফরমেন্স।"
সংবাদকর্মীদের কাছে এমন ‘যুদ্ধ’ ঘোষণার কারণ জানাতে অপারগতা প্রকাশ করেছেন ছাত্রলীগ নেতা মনির। তিনি বলেন 'এটি টপ সিক্রেট'।
তবে তার এ স্ট্যাটাসের ব্যাপারে কিছুই জানেন বলে জানান এ্যাডভোকেট মনোয়ার হোসেন। তিনি জানান, আমি শান্তিপ্রিয় মানুষ। গঠনতন্ত্র মেনে দল পরিচালনা করি। এ ব্যাপারে কোনো ধারণা নেই বলে তিনি জানান।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে