জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৩

টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ)’র ডিজিটাল কার্ড বিতরণ, ডিলার নিয়োগ বাতিলের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। আর পণ্য সরবরাহের আগে স্থানীয় জনসাধারণকে জানাতে হবে।

টিসিবির কার্যক্রম বাস্তবায়নে এমন বেশ কয়েকটি সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানী ঢাকায় জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে সুপারিশের সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি ফিরোজ বৈঠকে  সভাপতিত্ব করেন।

বৈঠকে টিসিবির গণমুখী কার্যক্রমসহ  ১০ বছরের অনিষ্পন্ন অডিট রিপোর্ট নিয়ে আলোচনা হয়। বাকি সুপারিশ- টিসিবির পণ্য আমদানিকারকদের কাছে থেকে একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য সরাসরি গুদামজাত করতে হবে। এসব পণ্যের গুণগত মান পরীক্ষা করে জনসাধারণের মাঝে সরবরাহ করতে হবে। টিসিবির কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতের জন্য সংশ্লিষ্টরা আলোচনার মাধ্যমে দ্রুত সময়ে অডিট আপত্তিগুলো নিষ্পত্তি করবেন। গোডাউন সঙ্কট নিরসনে বিজেএমসির অব্যবহৃত গুদাম ভাড়া নেওয়ার কথা বলা হয়েছে।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর