মসজিদে হারাম ও মসজিদে নববি পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র
কাবা শরিফকে আবৃত করা কাপড় বা গিলাফ পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার এশার নামাজের পর
এটি পরিবর্তন করা হয়।
পূর্বে ৯ই জিলহজ এটি পরিবর্তন করা হতো। কিন্তু গত বছর তা করা হয়নি। এবারও
৯ জিলহজের পরিবর্তে ২৮ জিলহজ কাবার গিলাফ পরিবর্তন করা হলো। এর কারণ হিসেবে সৌদি সরকার
হিজরি সনকে সামনে এনেছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায়
দেশটিতে মহররম মাসের চাঁদ দেখা গেছে। নতুন বছরের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন
করা হলো পবিত্র কাবা ঘরের গিলাফ।
কাবা শরিফের নতুন গিলাফ তৈরি করতে দরকার হয় ১২০ কেজি সোনার সুতা, ৭০০ কেজি
রেশম সুতা ও ২৫ কেজি রুপার সুতা। গিলাফটির দৈর্ঘ্য ১৪ মিটার এবং প্রস্থ ৪৪ মিটার।
আরআই