দরজার কড়া নাড়ছে এশিয়ান গেমস। আগামী ১৯ সেপ্টেম্বর চীনের হাংজুতে এ গেমসের
১৯তম আসর বসতে যাচ্ছে। গেমসটি সামনে রেখে জোর প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল
দল। এদিকে গেমটি সামনে রেখে ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
২২ সদস্যের এ দলে ইসা ফয়সাল, মুরাদ হোসেন ও মিতুল মারমাসহ বেশকিছু নতুন
মুখ দেখা যাচ্ছে।
২২ সদস্যের দল প্রাথমিক দল:
মিতুল মারমা, মেহদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, ইসা ফয়সাল, তানভীর হোসেন,
শাকিল হোসেন, মুরাদ হোসেন, আতিকুজ্জামান,
রাজীব হোসেন, শাহীন আহমেদ, আবু সাঈদ, তাজ উদ্দিন, শহিদুল ইসলাম, জায়েদ আহমেদ, জামাল
ভূঁইয়া, রবিউল হাসান, মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম, আহমেদ
পিয়ুস নোভা, সরোয়ার জামান নিপু ও জাফর ইকবাল।
এবারের সেমিফাইনালে পাঠানোই হচ্ছিল না বাংলাদেশ দলকে। তবে শেষ পর্যন্ত পাঠানো
হয়। সাফে এবছর দারুণ খেলেছিল জামাল ভুঁইয়ারা। দীর্ঘ ১৪ বছর পর সাফের সেমিতে উঠেছিল
বাংলাদেশ। এবার এশিয়ান গেমসে এর ধারাবাহিকতা বজায় রাখতে চায় লাল-সবুজের পতাকাবাহীরা।
আরআই