অভিনেত্রী অপি করিম। দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন অভিনয়ের বাইরে। তবে সম্প্রতি এ অভিনেত্রী আড়াল ভাঙলেন। জানালেন, কেন তিনি দূরে সরে আছেন সবকিছু থেকে। অপি করিম বলেন, প্রথম কারণ হচ্ছে কোভিড। ২০২০ এর প্রথম দিকেও আমাদের তখন নতুন নাটক ছিল ‘কালো জলের কাব্য’ মঞ্চায়ন করছিলাম। কোভিড হওয়ার পর সবার জীবনই থেমে গেছে। আমারও থেমে গিয়েছিল।
তার একটি নিজস্ব আর্কিটেকচার ফার্ম আছে ‘মৃ স্টুডিও’ নামের। ঘরে বসেই সেখানকার কাজে সময় দিচ্ছেন তিনি। তবে, অপির সবচেয়ে বেশি সময় যাচ্ছে তার সন্তানকে ঘিরে। স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করার ৪ বছর পর ২০২০ সালে কন্যা সন্তানের মা হন অপি করিম। এই অভিনেত্রী বলেন, অন্য কারও কাছে ওকে রেখে যাবো, এটা ভাবতে পারি না। নানা-নানি, দাদা-দাদি থাকলে তাদের কাছে রেখে যাওয়া যেতো, কিন্তু মনে হয় আমার মা তো কখনো আমাকে ফেলে কোথাও যাননি। আমি কেন যাবো। মাতৃত্বটা এনজয় করছি।